বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫
Led02ফতুল্লা

নিখোঁজ মাঝির মরদেহ পাওয়া গেলো ফতুল্লা বুড়িগঙ্গায়

লাইভ নারায়ণগঞ্জ: নিখোঁজের দু’দিন পর বুড়িগঙ্গা নদী থেকে ইদ্রিস আলী (৪৫) নামের এক নৌকা মাঝির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার যমুনা তেল ডিপোর ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবার জানিয়েছে, গত ২২ সেপ্টেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের শ্যামবাজার তেলঘাট এলাকায় নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছিলেন তিনি।

পাগলা নৌ-পুলিশ ফাঁড়ীর সাব ইন্সপেক্টর (এসআই) জাহাঙ্গীর আলম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন। যেহেতু মরদেহটি প্রায় তিন দিন ধরে পানিতে ভাসছিল, তাই প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

এসআই জাহাঙ্গীর জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ইদ্রিস আলী শরীয়তপুর জেলার সখীপুর থানার বাসিন্দা এবং পেশায় একজন মাঝি। গত ২২ সেপ্টেম্বর তিনি কেরানীগঞ্জের শ্যামবাজার তেলঘাটে তার নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিলেন।

এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, কোনো অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত করা হচ্ছে।

RSS
Follow by Email