বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led03সিদ্ধিরগঞ্জ

নিখোঁজের ৮ দিন পর বৃদ্ধের লাশ মিললো খালে

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নিখোঁজের ৮ দিন পর ৬০ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার ডিএনডি খালে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে তাঁর লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে জরুরী সেবা নম্বর ৯৯৯ এ ফোন করলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

মৃত ব্যক্তির নাম আবদুস সালাম। সে মৃত আব্দুল হামিদের পুত্র ও সিদ্ধিরগঞ্জের একটি রিকশা অটো ভ্যানের গ্যারেজে চাকুরি করতেন।

মৃত আবদুস সালামের মেয়ে তানজিনা ইয়াসমিন নূর বন্দরের র‌্যালি এলাকার শেখ আমিন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ লাইভ নারায়ণগঞ্জকে বলেন, ‘শারীরিক ভাবে অসুস্থ্য থাকায় ১ মাস পূর্বে চাকুরী থেকে অব্যাহতি দেওয়া হয় মৃত আবদুস সালামকে। তারপর থেকে বন্দরে মেয়ে তানজিনা ইয়াসমিন নূরে কাছে থাকতেন ও সিদ্ধিরগঞ্জের গ্যারেজটিতে আসা-যাওয়া করতেন। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আবদুস সালামের লাশটি উদ্ধার করা হয়। লাশের গায়ে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা লাইভ নারায়ণগঞ্জকে জানান, ‘গত ৩১ জুলাই থেকে সে নিখোঁজ ছিল। লাশ উদ্ধারের পর থানার একাধিক টিম মৃত্যুর কারণ জানার চেষ্টা করেছে। এখন আমরা ধারণা করছি, অসুস্থ্য অবস্থায় খালে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। লাশ ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

RSS
Follow by Email