শুক্রবার, মার্চ ২১, ২০২৫
Led03সোনারগাঁ

নিখোঁজের ৩৭ দিন পর কিশোরীকে উদ্ধার করলো পিবিআই, অভিযোগ ‘অপহরণ’

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁও থেকে অপহৃত এক কিশোরী (১৬)কে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সোনারগাঁ থানার পিরোজপুর গ্রামে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ।

এর আগে, গত ১০ ফেব্রুয়ারি সকাল ১০টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন জৈনপুর তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার সামনে থেকে মাদ্রাসাপড়ুয়া কিশোরীকে অপহরণ করা হয় বলে জানায়।

মামলার বাদী মো. ইয়াছিন অভিযোগ করেন, মূল অভিযুক্ত মো. শাহীন মির্জা (৪২) ও তার সহযোগীরা (৪-৫ জন) জোরপূর্বক মাইক্রোবাসে করে তার মেয়েকে তুলে নিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে পিবিআই জানায়, ভিকটিমের বাবা আদালতে মামলা দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, নারায়ণগঞ্জ (পিটিশন মামলা নং-১৯৮/২০২৫) পিবিআইকে তদন্ত ও ভিকটিম উদ্ধারের নির্দেশ দেয়। অতিরিক্ত আইজিপি, পিবিআই হেডকোয়ার্টার্স ও পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান নিশ্চিত করা হয়। এরপর পুলিশ পরিদর্শক আঃ বাতেন মিয়ার নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন— এসআই মো. মনিরুল ইসলাম, এসআই মোঃ মফিজুর রহমান, নারী এসআই সালমা জাহান, এএসআই মোঃ নূর হোসেন ও নারী কনস্টেবল শামীমা খাতুন। বুধবার বিকেল সাড়ে ৪টায় সোনারগাঁ থানাধীন পিরোজপুর গ্রামে অভিযুক্ত মো. শাহীন মির্জার বাড়িতে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়। পিবিআই নারায়ণগঞ্জের কার্যালয়ে ভিকটিমকে নিয়ে আসা হয়েছে। মামলাটি এসআই মো. মনিরুল ইসলামের তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

RSS
Follow by Email