বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led01জেলাজুড়েফতুল্লা

নিখোঁজের ২ দিন পর ফতুল্লায় নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার  

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে মনির হোসেন (৪৮) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

সোমবার (১২ আগস্ট) বিকেলে ফতুল্লার ধর্মগঞ্জ মাওলাঘাট এলাকায় নদীতে টহলরত কোস্টগার্ড সদস্যরা লাশটি উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে। নিহত মনির হোসেন ঢাকার কেরানীগঞ্জের পূর্বআগাঘর এলাকার কুদ্দুস বেপারীর ছেলে। তিনি পেশায় পোশাক তৈরির ব্যবসায়ী ছিলেন। উদ্ধারের পর লাশের সাথে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপিতে নাম্বার দেখে স্বজনদের ফোন করে নৌ পুলিশ। পরবর্তীতে ঘটনাস্থলে নিহতের স্বজনরা এসে লাশ সনাক্ত করে।

 

নিহতের স্বজনরা জানান, শনিবার (১১ আগস্ট) বিকেলে ব্যবসায়ীক কাজে ঢাকা নিউ মার্কেটে যাওয়ার জন্য বাসা থেকে বের হন মনির হোসেন। তবে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। কেরানীগঞ্জ থানায় গেলেও কোন সহযোগিতা মেলেনি।

 

পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক কামাল উদ্দিন লাইভ নারায়ণগঞ্জকে জানান, নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে।

RSS
Follow by Email