নিউইয়র্কে না.গঞ্জ সমিতির নতুন সভাপতি শামীম, সম্পাদক পিন্টু খান
লাইভ নারায়ণগঞ্জ: যুক্তরাষ্ট্রে বসবাসরত নারায়ণগঞ্জ জেলার প্রবাসীদের নিয়ে গঠিত ‘নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকা ইনক’–এর ২০২৫-২০২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা জামান শামীম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শাহ আলী পিন্টু খান।
হিলসাইড অ্যাভিনিউয়ের একটি পার্টি সেন্টারে আয়োজিত সভায় এই ঘোষণা দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি হাজী শাহীন আহমেদ, সহ-সভাপতি আনিসুর রহমান আনিস, সহ-সাধারণ সম্পাদক রিফাত জামান মাহিন ও আপন সরদার, অর্থ সম্পাদক মো. ফারুক হোসেন, সহ-অর্থ সম্পাদক মো. মামুন খান ও গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ জামান, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত রাসেল, ক্রীড়া সম্পাদক লাভনী চৌধুরী আখি, প্রচার সম্পাদক মাসুদ প্রধান, দপ্তর সম্পাদক বকুল আক্তার, সাংস্কৃতিক সম্পাদক মাসুদ আহমেদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক মনিরা শিরিন, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট মশিউর রহমান, সহ-আপ্যায়ন সম্পাদক নাজিব মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক শাহীদা পারভীন, এবং নির্বাহী সদস্য কামরুজ্জামান কমল, সাইফুদ্দিন আহমেদ, মো. ইলিয়াস ও এ এফ এম রেদোয়ান। ২৩ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।