মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
জেলাজুড়েবন্দররাজনীতিসদর

না.গঞ্জ-৫ আসনে ব্যালট পেপারে যে সব প্রতীক থাকছে

লাইভ নারায়ণগঞ্জ: আগামীকাল অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরইমধ্যে নির্বাচনী প্রচারণার সময় শেষ হয়েছে। প্রতীক বরাদ্দের পর থেকেই পাড়া-মহল্লায় ওলিতে-গোলিতে গণসংযোগ, উঠান বৈঠক, জনসভাসহ নানান উপায়ে প্রার্থীরা ভোটারদের মন জয় করার প্রচেষ্টা চালিয়েছেন। কোন প্রার্থী ভোটারদের মন ছুয়ে যেতে পেরেছেন তার প্রতিফলন হবে ভোটগ্রহণের দিন। পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে আগামীকাল রোববার (৭ জানুয়ারী) ব্যালট প্যাপারে প্রার্থীর প্রতীকে সিল দিবেন ভোটাররা।

নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী আছে ৪ জন। ব্যালট পেপারে এই প্রার্থীদের যে প্রতীক থাকছে:

১. জাতীয় পার্টি থেকে- একেএম সেলিম ওসমান, প্রতীক- লাঙ্গল
২. বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট থেকে- এএসএম একরামুল হক, প্রতীক- চেয়ার
৩. তৃণমূল বিএনপি থেকে- মো. আব্দুল হামিদ ভাসানী, প্রতীক- সোনালী আঁশ
৪. বাংলাদেশ সুপ্রীম পার্টি থেকে- ছামসুল ইসলাম, প্রতীক- একতারা

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৪০০ জন। মহিলা ভোটার ২ লাখ ৪৫ হাজার ২৬ জন। পুরুষ ভোটার ২লাখ ৪৯ হাজার ৩৬৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন।

RSS
Follow by Email