না.গঞ্জ-৫ আসনের নির্বাচনী লড়াই থেকে পিছু হটলেন জাকের পার্টি‘র প্রার্থী
লাইভ নারায়ণগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন জাকের পার্টির প্রার্থী মোরশেদ হাসান। রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের লিখিত আবেদন জমা দেন তিনি।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) ৫ জন প্রার্থীর মনোনয়ন চুরান্ত করেছে নির্বাচন কমিশন। তবে মনোনয় প্রত্যাহারে এবার দ্বাদশ জাতীয় নির্বাচনে এ আসন থেকে ভোট যুদ্ধ যে ৪ করবেন তারা হলেন, একেএম সেলিম ওসমান (জাতীয় পার্টি), এএমএম একরামুল হক (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), মো. আব্দুল হামিদ ভাষানী ভূইয়া (তৃণমূল বিএনপি) ছামসুল ইসলাম(বাংলাদেশ সুপ্রিম পার্টি)।
প্রসঙ্গত, ১৮ ডিসেম্বর প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ওই দিন থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবে প্রার্থীরা, যা ৫ জানুয়ারী পর্যন্ত চলবে। সবশেষে ৭ জানুয়ারী সংঘটিত হবে দ্বাদশ জাতীয় নির্বাচন।