বুধবার, নভেম্বর ৫, ২০২৫
Led05রাজনীতি

না.গঞ্জ-৪ আসনে গণসংহতির মনোনয়ন পেলো ‘জুলাই যোদ্ধা’ জাহিদ সুজন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণসংহতি আন্দোলনের মনোনয়ন পেয়েছেন দীর্ঘদিনের ছাত্র ও গণআন্দোলনের মুখ, জাহিদ সুজন। দলটির পক্ষ থেকে তাকে মাথাল মার্কা প্রতীক দেওয়া হয়েছে। তার এই মনোনয়ন প্রাপ্তি নিছক রাজনৈতিক ঘটনা নয়, বরং রাজপথের দীর্ঘ লড়াই, রক্তক্ষয়ী সংঘাত ও ত্যাগের ফসল। তার এই উত্থান নারায়ণগঞ্জের রাজনীতিতে এক বাঁক এনে দিয়েছে।

জাহিদ সুজনের পরিচিতি শুধু একজন রাজনৈতিক কর্মী হিসেবে নয়, বরং একজন অকুতোভয় ছাত্রনেতা হিসেবে। তার রাজনৈতিক জীবনের প্রতিটি পরতে মিশে আছে সংগ্রাম আর প্রতিরোধের গল্প। ২০১৪ সালে তোলারাম কলেজ ও মহিলা কলেজে ভর্তি বাণিজ্যের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল, তার সামনের সারির নেতা ছিলেন জাহিদ সুজন। দুর্নীতির বিরুদ্ধে লড়তে গিয়ে তিনি অসংখ্যবার বাধার মুখে পড়েন। ২০১৩ সালে নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র ত্বকী হত্যার বিচার ও সন্ত্রাস নির্মূলের দাবিতে গঠিত আন্দোলনে তিনি ছিলেন অন্যতম সক্রিয় মুখ। ন্যায়বিচার প্রতিষ্ঠার এই দীর্ঘ সংগ্রামে তাকে বহুবার আহত হতে হয়েছে, যা তার রাজনৈতিক জীবনের প্রতিজ্ঞাকে আরও দৃঢ় করেছে। ২০১৮ সালের নিরাপদ সড়ক চাই আন্দোলনে তিনি কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেন। শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে অবস্থান নেওয়ায় তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের ছাত্রলীগের হামলার শিকার হন তিনি। এছাড়া, নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের ঘটনার বিচারের দাবিতেও তার কণ্ঠ ছিল সর্বদা সোচ্চার। এই আন্দোলন তাকে বারবার সরকারি ছাত্র সংগঠনের রোষানলে ফেলেছে, যার কারণে তিনি বহুবার হামলার শিকার হয়েছেন।

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে জাহিদ সুজনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজপথে সরাসরি অংশ নিয়েছেন তিনি, আঘাত পেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। অভ্যুত্থানে তার ত্যাগের স্বীকৃতিস্বরূপ তিনি ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত। তার এই সংগ্রামী জীবন প্রমাণ করে, তিনি সুবিধাবাদী রাজনীতির পথ ছেড়ে সর্বদা জনগণের পক্ষে দাঁড়ানোকেই অগ্রাধিকার দিয়েছেন।

দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে এসব আন্দোলনে অংশ নেওয়ার পর জাহিদ সুজনের মনোনয়ন প্রাপ্তি তার ত্যাগের প্রতি দলীয় স্বীকৃতি। দলীয় সূত্রে জানা যায়, গণসংহতি আন্দোলন বরাবরই রাজপথের পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করে, আর সেই ধারাবাহিকতাতেই জাহিদ সুজনকে নারায়ণগঞ্জ-৪ আসনের মতো গুরুত্বপূর্ণ আসনে মাথাল প্রতীকে লড়তে দেওয়া হয়েছে।

তিনি তার এই সংগ্রামের পথ ধরেই এবার সংসদে জনগণের কণ্ঠস্বর হতে চান। তার এই মনোনয়ন স্থানীয় তরুণ সমাজ ও আপামর জনগণের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করেছে, যারা দীর্ঘদিন ধরে একটি পরিচ্ছন্ন ও সংগ্রামমুখর নেতৃত্ব খুঁজছিলেন।

RSS
Follow by Email