রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
জেলাজুড়েফতুল্লারাজনীতিসিদ্ধিরগঞ্জ

না.গঞ্জ ৪ আসনের প্রার্থীরা যে প্রতীকে নির্বাচন করবেন..

লাইভ নারায়ণগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- ৪ (ফতুল্লা – সিদ্ধিরগঞ্জ) আসনে দলীয় এবং স্বতন্ত্র প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নামছেন ৮ জন প্রার্থী । সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং অফিসার মো. মাহমুদুল হক।

এক নজরে নারায়ণগঞ্জ- ৪ (ফতুল্লা – সিদ্ধিরগঞ্জ) আসনের প্রার্থীরা যে প্রতীকে নির্বাচন করবেন তারা হলেন,

১. একেএম শামীম ওসমান (আওয়ামীলীগ) পেয়েছেন ‘নৌকা’ প্রতীক,
২. মো. আলি হোসেন (তৃণমূল বিএনপির) পেয়ছেন ‘সোনালী আঁশ’প্রতীক ,
৩. মূরাদ হোসেন জামাল (জাকের পার্টি) পেয়েছেন ‘গোলাপ ফুল’ প্রতীক,
৪. সেলিম আহমেদ (বাংলাদেশ সুপ্রীম পার্টির) পেয়েছেন ‘একতারা’ প্রতীক,
৫. হাবিবুর রহমান (বাংলাদেশ ইসলামি ফ্রন্ট) পেয়েচেন ‘মোমবাতি’ প্রতীক,
৬. শহিদ উন নবী (ন্যাশনাল পিপলস পার্টি) পেয়েছেন ‘আম ’প্রতীক,
৭. গোলাম মোর্শেদ রনি (বাংলাদেশ কংগ্রেস) পেয়েছেন ‘ডাব’ প্রতীক,
৮. মো. ছৈয়দ হোসেন (জাসদ) পেয়েছেন ‘মশাল’ প্রতীক ,

প্রসঙ্গত, প্রতীক বরাদ্দ শেষেই নির্বাচনী প্রচারনায় নামবেন প্রার্থীরা। যা চলবে আগামী ৫ জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত। সর্বশেষে ৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

RSS
Follow by Email