রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
রাজনীতি

না.গঞ্জ-৪ আসনের এমপি আমাদের রাস্তায় ফেলে পিটিয়েছিল: আইভী

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ফুটপাত তো আমরা বানিয়েছি মানুষজন চলাচল করার জন্য। কিন্তু এ ফুটপাত হকারমুক্ত করতে গিয়ে আমাদের ওপর হামলা হয়েছে। আমাদের নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য উনি প্রকাশ্যে যেভাবে হকারদের অর্ডার দেন ফুটপাতে হকাররা বসবেই। প্রেসক্লাব অসহায় কিনা আমি তা জানি না। কিন্তু আমি অসহায়।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে সিটি কর্পোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে বাজেট ঘোষণা অনুষ্ঠানে সুশীল সমাজ ও সাংবাদিক প্রতিনিধিদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

মেয়র আইভী আরও বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আমাদের পিটিয়েছিল, রাস্তায় ফেলে পিটিয়েছিল। ওইদিন অল্পের জন্য আমি বেঁচে গিয়েছিলাম। সাংবাদিকরা আহত হলেন। কই তখন তো কেউ কোন কথা বললো না। এরপরও কি আপনারা বলবেন হকার উচ্ছেদ করতে আমি সিটি করপোরেশনের লোকজন পাঠাবো।

RSS
Follow by Email