শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led04স্বাস্থ্য

না.গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের নামে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে বিভিন্ন পদে নিয়োগের নামে বিজ্ঞপ্তি ছড়াচ্ছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাসপাতালের বিভিন্ন পদের বিপরীতে মোটা অঙ্কের বেতন দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে এ বিজ্ঞপ্তিতে। তবে হাসপাতাল কর্তপক্ষের সাথে যোগাযোগ করলে জানা যায় এ নিযোগ বিজ্ঞপ্তি সম্পুর্ন ভুয়া ও বানোয়াট।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায়, নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩০০ সয্যা হাসপাতালের টিকেট কাউন্টারে মহিলা ও পুরুষ পদে বেতন ধরা হয়েছে ১১ তম গ্রেডে। যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে এইচএসসি, স্নাতক ও ইরেজিতে কথা বলার দক্ষতাসহ সুন্দর চেহারার গুনাবলি। এসব পদে পদের সংখ্যার উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। মেইলের মাধ্যমে আগ্রহীদের জীবন বৃত্তান্ত দেওয়ার অনুরোধ করা হয়েছে।

ফেসবুকে ছড়ানো এ ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্রটি। এর আগেও বিভিন্ন সময় ৩০০শয্যা হাসপাতাল, ভিক্টোরিয়া হাসপাতাল এবং এনসিসিরি নামে ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের চিকিৎসা তত্তাবধায়ক (উপ-পরিচালক,স্বাস্থ্য) ডাঃ মোঃ আবুল বাসার লাইভ নারায়ণগঞ্জকে বলেন, এই বিজ্ঞপ্তি সম্পূর্ন ভুয়া ও মিথ্যা। কোন চক্র এটি ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টার করছে। আমাদের আহ্বান থাকবে কেউ এসব ভুয়া বিজ্ঞপ্তির ফাঁদে পরে প্রতারিত হবেন না। আমাদের সম্প্রতি সময়ে কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নি

RSS
Follow by Email