বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led05আড়াইহাজাররাজনীতি

না.গঞ্জ-২ আসনে বিজয়ী ছাড়া সবার জামানত বাজেয়াপ্ত

লাইভ নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ৫ প্রার্থীর মধ্যে একমাত্র বিজয়ী ছাড়া সবার জামানত বাজেয়াপ্ত হয়েছে। সংসদ নির্বাচনের আইন অনুযায়ী, কোনো আসনের নির্বাচনের প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়েও কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীদের জামানত বাতিলের বিধান রয়েছে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩,৩৩,২৬৭ জন। রবিবার নির্বাচনে ভোট দিয়েছেন ১ লক্ষ ৭৮ হাজার ৪৬৪জন ভোটার।

দ্বাদশ জাতীয় নির্বাচন (২০২৪) এর ভোটগ্রহণ করা হয় ৭ জানুয়ারি (রবিবার)। রাতে ভোটগণনা শেষে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী নজরুল ইসলাম বাবু‘কে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ২৪২টি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আলমগীর সিকদার লোটন (লাঙ্গল) পেয়েছেন ৭ হাজার ২৫৬ ভোট।

এছাড়াও তৃণমূল বিএনপি (সোনালী আঁশ) প্রার্থী মো. আবু হানিফ হৃদয় ৬৪৫ ভোট, জাকের পার্টির (গোলাপ ফুল) প্রার্থী মো. শাহজাহান ১ হাজার ৫৩৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মো. শরিফুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৪২৮ ভোট। কার্যত, কেউই নিজের জামানত বাজেয়াপ্ত হওয়া ঠেকাতে পারেননি।

RSS
Follow by Email