সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led04রূপগঞ্জ

না.গঞ্জ-১ আসন: নতুন ভোটার ৩৬ হাজার, কেন্দ্র বে‌ড়ে ১২৮

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ১ আসনে ভোটার বেড়েছে ৩৬ হাজার ১১১ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ১২৭টি। একাদশের তুলনায় এবার বেড়েছে ১টি কেন্দ্র।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কার্যালয় থেকে প্রকাশিত সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী, রূপগঞ্জ উপজেলার তারাবো ও কাঞ্চন পৌরসভাসহ ৭টি ইউনিয়ন নিয়ে আসনটি গঠন করা হয়েছে। নির্বাচনী এলাকায় ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ১১৯ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৮৯১ জন। এছাড়াও ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।

এর আগে, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৪৯ হাজার ৯০১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৪৮২ জন এবং নারী ভোটার ছিলেন ১ লাখ ৭১ হাজার ৪১৯ জন।

নতুন খসড়া তালিকায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২৮টি। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ সংখ্যা ছিল ১২৭টি।

RSS
Follow by Email