না.গঞ্জ-১ আসনে ব্যালট পেপারে যে সব প্রতীক থাকছে
লাইভ নারায়ণগঞ্জ: এক দিন পর অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরইমধ্যে নির্বাচনী প্রচারণার সময় শেষ হয়েছে। প্রতীক বরাদ্দের পর থেকেই পাড়া-মহল্লায় ওলিতে-গোলিতে গণসংযোগ, উঠান বৈঠক, জনসভাসহ নানান উপায়ে প্রার্থীরা ভোটারদের মন জয় করার প্রচেষ্টা চালিয়েছেন। কোন প্রার্থী ভোটারদের মন ছুয়ে যেতে পেরেছেন তার প্রতিফলন হবে ভোটগ্রহণের দিন। আগামী রোববার (৭ জানুয়ারী) পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে ব্যালট প্যাপারে প্রার্থীর প্রতীকে সিল দিবেন ভোটাররা।
নারায়ণগঞ্জ-১ আসনে প্রার্থী আছে ৯ জন। ব্যালট পেপারে এই প্রার্থীদের যে প্রতীক থাকছে:
১. আওয়ামী লীগ থেকে- গোলাম দস্তগীর গাজী, প্রতীক- নৌকা
২. তৃণমূল বিএনপি থেকে- তৈমুর আলম খন্দকার, প্রতীক- সোনালী আঁশ
৩. স্বতন্ত্র হয়ে- শাহজাহান ভূঁইয়া, প্রতীক- কেটলী
৪. স্বতন্ত্র হয়ে- মো. হাবিবুর রহমান, প্রতীক- আলমিরা
৫. স্বতন্ত্র হয়ে- গাজী গোলাম মর্তুজা পাপ্পা, প্রতীক- ঈগল
৬. জাকের পার্টি থেকে- মো. জোবায়ের আলম, প্রতীক- গোলাপ ফুল
৭. জাতীয় পার্টি থেকে- মো. সাইফল ইসলাম, প্রতীক- লাঙ্গল
৮. স্বতন্ত্র হয়ে- মো. জয়নাল আবেদীন চৌধুরী, প্রতীক- ট্রাক
৯. ইসলামিক ফ্রন্ট থেকে- একেএম শাহিদুল ইসলাম, প্রতীক- চেয়ার
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে এবার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৬১৬ জন। এ আসনে মহিলা ভোটার ১ লাখ ৮৮ হাজার ৭২০ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ৮৯৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।