মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
Led05জেলাজুড়েশিক্ষাসদর

না.গঞ্জ হাই স্কুল পরিচালনার দায়িত্ব পেলেন চন্দনশীলের স্ত্রী

লাইভ নারায়ণগঞ্জ: এবার নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হয়েছে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীলের স্ত্রী সুতাপা শীল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

নবগঠিত এই গভর্নিং বডিতে  সাধারণ শিক্ষক সদস্য পদে আব্দুর রহিম ও আব্দুল ওয়াহাব, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে সরস্বতী দত্ত সহ বিভিন্ন পদে মোট ১৫ জন সদস্য নিয়ে এ কমিটি গঠন করা হয়।

এর আগে ১১ জুন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান সুতাপা শীলকে গভর্নিং বডির সভাপতি হিসেবে শিক্ষা বোর্ডে মনোনয়ন প্রদান করেন। যা পরবর্তীতে পরীক্ষিত এবং অনুমোদন দেওয়া হয়।

প্রসঙ্গত, গভর্নিং বডির সভাপতি হিসাবে টানা ৩ বার দায়িত্ব পালন করে আসছেন জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল। আইনি বাধ্যবাধকতার কারণে এবার সভাপতি হওয়ার আবেদন করতে পারিনি চন্দনশীল।

RSS
Follow by Email