বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
গণমাধ্যমজেলাজুড়েসদর

না.গঞ্জ সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে সালাম-স্বপন-শাওনের মনোনয়ন পত্র সংগ্রহ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়নগঞ্জ সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে। এর ধারাবাহিকতায় নির্বাচনে গত রবিবার থেকে মনোনয়ন পত্র বিক্রি শুরু হয়েছে।

সোমবার (১ জুলাই) দুপুরে বর্তমান সভাপতি আবদুস সালাম, সহ সভাপতি ইমামুল হাসান স্বপন ও কার্যকরী পরিষদের সদস্য আহসান সাদিক মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন পত্র সংগ্রহ করেন আবদুস সালাম, আহসান সাদিক,ইমামুল হাসান স্বপন, আফজাল হোসেন পন্টি, শওকত এ সৈকত, আনিসুর রহমান জুয়েল, হাসান উল রাকিব, জয়নাল আবেদীন জয়,শাহাদাত হোসেন স্বপন ,সাবিত আল হাসান, মিজানুর রহমান, রিয়াজ হোসেন।

 

সাংবাদিক ইউনিয়নের নির্বাচন কমিশনের সদস্য সচিব মাসুম বিল্লাহ মনোনয়ন পত্র বিতরণ করেন।

 

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য বিমল রায়, খন্দকার শাহ্ আলম ও রুমন রেজার সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনের তত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য ৬ জন সহ সর্বমোট ১১ টি পদের জন্য প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করবেন।

RSS
Follow by Email