বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫
Led05শিক্ষা

না.গঞ্জ টেকনিক্যাল স্কুলে ও কলেজে ‘তারুণ্যের উৎসব-২০২৫’

# কারিগরি জ্ঞান সম্পন্ন হওয়া একজন সু-নাগরিকের অন্যতম শর্ত: এডিসি মাশফাকুর
# স্বপ্ন পূরণের সহজতম উপায় হচ্ছে শিক্ষা: রাজীব
# কারিগরি শিক্ষার্থীদের জন্য একটি সুনির্দিষ্ট বিশ্ববিদ্যালয় থাকা প্রয়োজন – অধ্যক্ষ

লাইভ নারায়ণগঞ্জ: নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, শ্রেষ্ঠ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী-২০২৪, ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি কৃত নতুন শিক্ষার্থীদের নবীনবরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে নগরীর পাঠানটুলীতে স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাশফাকুর রহমান, বিশেষ অতিথি জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব এবং অনুষ্ঠানের সভাপত্ত্বি করেন অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মাহবুব হায়দার।

সভায় প্রধান অতিথির বক্তব্য অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাশফাকুর রহমান বলেন, প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীরা এখান থেকে দক্ষ হচ্ছে। তারা দক্ষতারসাথে দেশে ও দেশের বাহিরে চাকরি করছে। দক্ষ মানবসম্পদ গড়তে পলিটেকনিকাল প্রতিষ্ঠান গুলোর ভূমিকা অপরিসীম। উন্নত দেশগুলোতে প্রায় ৫০ শতাংশের বেশি মানুষ এই কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়। কারিগরিমূলক শিক্ষা সবারই দরকার। কারিগরি জ্ঞান সম্পন্ন হওয়া একজন সু-নাগরিকের অন্যতম শর্ত।

তিনি আরও বলেন, জুলাই আগস্ট এর বিভিন্ন দিক তুলে ধরেণ এবং প্রাতিষ্ঠানিক শাসন এবং শিক্ষক ও ছাত্রদের সম্পর্কটা মধুর করার দিকে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করেন। যে ছাত্ররা দেশের জন্য রাজপথে ছাপিয়ে পড়েছিল সে ছাত্ররা যেন এবার নিজের প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে ঝাপিয়ে পড়ে, শিক্ষার্থী প্রতি এ আহ্বান জানান।

শৈশবের স্মৃতিচারণ করে বিশেষ অতিথির বক্তব্য জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বলেন, শৈশব থেকে এখানে আসতাম। আজ মাঠে শিক্ষার্থীদের প্রয়োজনীয় একটি ভবন তৈরি করা হয়েছে। এটা প্রয়োজন ছিল তবে খেলাধুলার দরকার আছে। শিক্ষার্থীদের এখন দায়িত্ব দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। অভিভাবকদের বলব আপনারা ছেলে মেয়েদের শিক্ষার প্রতি আরেকটু দৃষ্টি দেবেন। সন্তান লেখাপড়ার পাশাপাশি কি করছে, কোথায় যাচ্ছে সেই বিষয়গুলো খেয়াল রাখা অনেক জরুরী। তথ্য প্রযুক্তির মধ্য দিয়ে আমাদের ছেলেমেয়েরা অন্য কোন কিছুতে জড়িয়ে যায় কিনা সেই বিষয়ে খেয়াল রাখা অনেক প্রয়োজন। এই কারিগরি শিক্ষা থেকে শিক্ষা নিয়ে অনেক শিক্ষার্থী সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। এ কারিগরি ইনস্টিটিউটের যারা শিক্ষক আছেন তারা অনেক সুনামের সাথে কাজ করে গেছেন আপনাদের দক্ষতার কারণে হাজার হাজার শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠান থেকে দক্ষ হয়ে বের হচ্ছে। এই কারণেই জাতীয়তাবাদী দল থেকে আপনাদের অভিনন্দন জানাই।

কারিগরি শিক্ষার মান উন্নয়ন এবং দক্ষতা নিশ্চিত কল্পে সকলের প্রতি আহ্বান জানিয়ে অধ্যক্ষ মহোদয় বলেন, দেশকে সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে শিক্ষা ও দক্ষতার কোন বিকল্প নেই। দেশের সীমিত সম্পদকে কাজে লাগিয়ে অধিক উপযোগিতা সৃষ্টির লক্ষ্যে কারিগরি শিক্ষার খুবই প্রয়োজন। বিশেষ করে অভিভাবকদের প্রতি অনুরোধ করে তিনি আরো বলেন, শিক্ষার্থীদেরকে ক্লাসমুখী হতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার বিষয়ে তারা যেন অধিক যত্নবান হয়। কারিগরি শিক্ষা থেকে যে সংখ্যক শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি ভোকেশনাল পাশ করে বের হয় তার চেয়ে অনেক বেশি ডিমান্ড শিল্প প্রতিষ্ঠানে রয়েছে। চাকরি করতে চাইলে তার সুযোগ রয়েছে পাশাপাশি উচ্চ শিক্ষার সুযোগ তো রয়েছেই।

এ জন্য এইচএসসি পাশের পর শিক্ষার্থীদের জন্য একটি সুনির্দিষ্ট বিশ্ববিদ্যালয় বা কলেজ থাকা প্রয়োজন উল্লেখ্য করে তিনি বলেন, যে সকল শিক্ষার্থীর ভর্তি হয়েছে তাদেরকে কারিগরি বিষয়ে যথাযথভাবে দক্ষতা অর্জন-পূর্বক বাস্তব জীবনে কাজে অংশগ্রহণ করা এবং সুযোগ থাকলে উচ্চতর শিক্ষা গ্রহণ করা। তাই আসুন আমরা নিজেকে বদলাই তবেই সমাজ ও পৃথিবী বদলাবে। পরবর্তী প্রজন্ম এর জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যাওয়ার অঙ্গীকার করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ প্রত্যাশায় তার বক্তব্য শেষ করেন।

তারুণ্য উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, শ্রেষ্ঠ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী-২০২৪, ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি কৃত নতুন শিক্ষার্থীদের নবীনবরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, এলাকাবাসী, অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে

RSS
Follow by Email