বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
সাহিত্য

না.গঞ্জ সম্মিলিত নাট্য কর্মী জোট থেকে রুমীর পদত্যাগ

লাইভ নারায়ণগঞ্জ: জেলার সম্মিলিত নাট্য জোট থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এস এম ইকবাল রুমি। শনিবার (১৬ নভেম্বর) তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘আমি এস এম ইকবাল রুমি। নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্য জোট নারায়ণঞ্জের আমি একজন ভোটার মাত্র। জোটের বিগত দিনের প্রতিটি কার্যক্রম থেকে নানা কারনে আমি দূরে ছিলাম। একটি কমিটিতে আমাকে সহ সভাপতি রাখা হলেও মাত্র একটি সভায় যোগ দেওয়ার পর পরবর্তীতে আর কোন সভা কিংবা জোটের কোন কার্যক্রমে আমি উপস্থিত হইনি। বর্তমানে নির্বাচন করার জন্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে, এই কমিটিতেও আমাকে রাখা হয়নি। আহবায়ক কমিটির কেউ নির্বাচন সংক্রান্ত আলোচনাও কোনদিন আমার সাথে করেনি। বিগত দিনগুলিতে জোটের কার্যক্রম থেকে আমাকে দূরে রাখা হয়েছে, তার জন্য আমার কোন অভিযোগ নাই। জোট শিল্পীর কল্যানে সুন্দরভাবে এগিয়ে যাবে এই প্রত্যাশা রেখে অদ্য ১৬-১১-২০২৪ ইং হইতে জোটের সদস্য পদ হইতে আমি স্বেচ্ছায় পদত্যাগ করিলাম।’

RSS
Follow by Email