বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
সদর

না.গঞ্জ লঞ্চ টার্মিনালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

লাইভ নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যার তীরে নারায়ণগঞ্জ নদী বন্দরের অধীনস্থ নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল ও আশেপাশের এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোঃ শহীদুল্লাহ’র নেতৃত্বে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানটি পরিচালিত হয়। এসময় বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে শীতলক্ষ্যার তীরে নারায়ণগঞ্জ নদী বন্দর কার্যালয় ও আশেপাশের এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আগামী ১৪ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে কন্টেইনার পোর্ট উদ্বোধন করবেন। এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

RSS
Follow by Email