বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led02সদর

না.গঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১৫ মে) রাতে সৈয়দপুর কাঠপট্টি এলাকায় এ দুর্ঘটনার ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম জুম্মন।

পুলিশ জানায়, কাঠপট্টি এলাকায় জুম্মনের মোটরসাইকেলকে মালবাহী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় জুম্মন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী মাসুমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় চালকসহ ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নারাণগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) দিপক কুমার দাস বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। এই ঘটনায় আহত হওয়া অপর আরেকজন মুন্সিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তার অবস্থা বর্তমানে ভালো।

RSS
Follow by Email