না.গঞ্জ ভূমিকম্প: একাধিক ভবনের দেয়ালে ফাটল
লাইভ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকায় একাধিক ভবনের দেয়ালে ফাটলের সৃষ্টি হয়েছে। ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় তাড়াহুড়ো করে বের হতে গিয়ে অনেকেই আহত হয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে ভূমিকম্পে সিদ্ধিরগঞ্জ এলাকায় একাধিক ভবনে দেয়ালে ফাটল দেখা দিয়েছে। টিনের একটি দোকান ভেঙ্গে পড়েছে। দুইটি নির্মাণাধীন ভবনের উপর থেকে ইট পড়ে টিনের দোকান ও একটি সাপড়া ঘর ভেঙ্গে যায়।
তবে শুক্রবার সব শিল্প কারখানা বন্ধ থাকায় হতাহতের ঘটনা তেমন ভাবে ঘটেনি বলে জানান স্থানীয়রা।
