সোমবার, নভেম্বর ১৮, ২০২৪
Led01আদালতজেলাজুড়ে

না.গঞ্জ বার নির্বাচন: সকল পদে বিজয়ী আওয়ামী পন্থী আইনজীবী

লাইভ নারায়ণগঞ্জ: অবশেষে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আপ্যায়ণ সম্পাদক পদে এড. মানজুদুল রশিদ রিফাতের জয়ে মাধ্যমে ১৭টি পদে বিজয়ী হলো মোহসীন-রনি প্যানেল। নির্বাচনে মানজুদুল রশিদ রিফাত পেয়েছেন ৪৯৫ ভোট অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এড. ইখতিয়ার হাবিব সাগর পেয়েছেন ১১৭ ভোট। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৬ টি পদে নির্বাচিত হয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান বার ভবনের দ্বিতীয় তলায় ভোট গ্রহণ হয়। জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ভোটার ১১৪২ জন মধ্যে ভোট দিয়েছে ৬১৭ জন, অনুপস্থিত ছিলেন ৫২৫ জন।

এর আগে নির্বাচন কমিশন দাবি না মানায় বিএনপি সমর্থিত আইনজীবীরা নির্বাচন বর্জন ঘোষনা করে। নির্ধারিত তারিখের শেষ দিনেও বিএনপিপন্থি আইনজীবীরা মনোনয়ন জমা না দেওয়ায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল ১৬টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তারা হলেন-প্যানেলে সভাপতি পদে আছেন এড. মুহাম্মদ মোহসীন মিয়া, সিনিয়র সহ-সভাপতি পদে এড. বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি পদে এড. মোহাম্মদ কামাল হোসেন, সাধারণ সম্পাদক পদে সাধারণ সম্পাদক এড. রবিউল আমীন রনি, যুগ্ম সম্পাদক পদে এড. আবুল বাশার রুবেল, কোষাধক্ষ্য পদে এড. সাজ্জাদুল হক সুমন, লাইব্রেরী সম্পাদক পদে এড. নুসরাত জাহান তানিয়া, ক্রীড়া সম্পাদক পদে এড. আলী আকবর, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এড. দেলোয়ার হোসেন সুজন প্রধান, সমাজ সেবা সম্পাদক পদে এড. আসাদুল্লাহ সাগর ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. নারায়ণ চন্দ্র সাহা। কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এড. বেনজির মাহমুদ, এড. তানিয়া খাতুন, এড. মিজানুর রহমান, এড. ফয়সাল, এড. মাহবুবুর হক ফোরকান।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, সিনিয়র আইনজীবী এড. সামসুল ইসলাম ভূঁইয়া। নির্বাচন কমিশনার ছিলেন- আইনজীবী এড. আশরাফ হোসেন, এড. আবদুর রহিম, এড. মেরিনা বেগম এবং এড. সুখচাঁদ সরকার।

RSS
Follow by Email