মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
Led01রাজনীতি

না.গঞ্জ পরিদর্শনে নৌ উপদেষ্টা, পড়লেন পরিবেশবাদীদের তোপের মুখে

# গাছ লাগবে কিনা না সেটাও দেখবো, পরিবেশ নিয়ে আমরাও চর্চা করি: উপদেষ্টা সাখাওয়াত

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ নদী বন্দরের মাল্টিপল জেটি ও আধুনিক লঞ্চঘাট নির্মাণ পরিদর্শন করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যলয়ে আসেন তিনি।

এ সময় পরিদর্শনকালে পরিবেশবাদীদের তোপের মুখে পড়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। পরে নদী রক্ষাসহ নৌ মন্ত্রণালয় সব ধরনের ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দেন তিনি। এসময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার, বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ উদ্দিনসহ নৌ পরিবহন ও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শন শেষে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন বলেন, নারায়ণগঞ্জে এক সময় পাটের ব্যবসা ছিলো। এটাকে প্রাচ্যের ডান্ডি বলা হইতো। পাট না থাকলেও এখন নানা ধরণের ব্যবসা হচ্ছে। এখানে প্রোজেক্ট হচ্ছে আমরা যদি এসে না দেখি তাহলে সময় মতো এটা করবে না। এটা যদি বাধা দেয়া হয় তাহলে কাজ হবে না। ওয়ার্ড ব্যাংক যখন কিছু করে তখন টোটাল পরিকল্পনা করে করে। এখানে গাছ লাগবে কিনা লাগবে না সেটাও দেখবো। পরিবেশ নিয়ে আমরাও অনেক চর্চা করি। গরিবদের সম্পর্কে আমরা সচেতন। তাই তাদের এত হৈ চৈ করার দরকার ছিল না। এগুলো বলে লাভ নেই। উন্নয়ন হবে পাশাপাশি পরিবেশের দিকেও লক্ষ্য রাখা হবে। ডেভোলাপমেন্ট হবে পরিবেশ নিয়েও হবে। আমরা বুড়িগঙ্গা নদী পরিচ্ছন্নতার জন্যেও আলোচনা করেছি।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশ ভারত যদি সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে বাংলাদেশের ১৮ কোটি মানুষ চুপ করে বসে থাকবে না। ভারতীয় কিছু মিডিয়া ও রাজনৈতিকবিদ এই অস্থিরতা সৃষ্টির পেছনে ইঙ্গিত দিচ্ছে। ভারত- বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা নষ্ট হলে ভারতের ক্ষতি হবে, বাংলাদেশ নয়। ভারতের কিছু মিডিয়া ও পলিটিক্যাল পার্টি ভোট পাওয়ার জন্য এটা (সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা) করছে। বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তাহলে তারাও ভালো থাকতে পারবেন না। বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেটি নিয়ে দেশটির সরকার সমতার ভিত্তিতে এগিয়ে যাবে।

তিনি বলেন, যেসব এসব গার্মেন্ট বন্ধ হয়েছে। এখানে শ্রমিকের দোষ দিলে গবে না, কি ধরনের ষড়যন্ত্র হচ্ছে তা টের পাচ্ছে সরকার। এছাড়া যেসব পোশাক কারখানা ঋণগ্রস্থ, যেসব গার্মেন্টসের মালিক পাওয়া যাচ্ছে না, এগুলোর বিষয়ে আগামি সপ্তাহে নির্দেশনা দেওয়া হবে

এম সাখাওয়াত হোসেন বলেন, আমি যদি পারি নিজে পরিবেশ বিশেষজ্ঞদের ডেকে নিয়ে আসবো৷ শীতলক্ষ্যা নদীর পানি দূষণ হচ্ছে এটা আমাদেরও চিন্তার বিষয়। এখানে পানি ময়লা, মাছ হচ্ছে না। এগুলো তো চলতে পারে না। শীতলক্ষ্যা নদীসহ দেশের সব নদী দূষণ রোধে পরিবেশ ও নৌ-মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে। নদী রক্ষা কমিশনের মাধ্যমে নদী দখল রোধে অচিরেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

RSS
Follow by Email