রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
জেলাজুড়েরাজনীতিসদর

না.গঞ্জ ট্যাক্সেস বার নির্বাচন: ২৫ জনের মনোয়নপত্র সংগ্রহ

লাইভ নারায়ণগঞ্জ: জেলা ট্যাক্সেস বার এসোসিয়েশনের নির্বাচনে মোট ২৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে নির্বাচন কমিশনারের কাছে এই মনোনয়ন পত্র জমা দেওয়া হয়। ২৫ জন মোট প্রার্থীর মাঝে সভাপতি পদে ৪ এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন মনোনয়ন জমা দিয়েছেন।

এ নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন জমাদেওয়া প্রার্থীরা হলেন, শাহ আলম তালুকদার, অ্যাডভোকেট মো. আব্দুল জলিল দেওয়ান, অ্যাডভোকেট মো. আব্দুর রব বাবুল, অ্যাডভোকেট রতন কান্তি ধর এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এস এম এ মনির, মো. আলী জিন্নাহ খান ও অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

সিনিয়র সহ সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন, মালিক সোহেল সারওয়ার, সহ সভাপতি মো. আলী জিন্নাহ খাঁন ও অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম শিপলু, সহ সাধারণ সম্পাদক পদে অমর চন্দ্র সাহা, কোষাদক্ষ মো. মোশারফ হোসেন মিন্টু, লাইব্রেরী সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রনব কুমার রায়, সমাজ কল্যাণ ও সংস্কৃতি সম্পাদক মো. নাজমুল হক, আই সহায়তা সম্পাদক মো. রাকিব হোসেন। এছাড়া সদস্য পদে ননী গোপাল দাস, এম এম এ মনির, মো. আব্দুর রব বাবুল, শম্ভুনাথ সাহা, মোহাম্মদ আব্দুর রহমান, এইচ এম মাহববুল হক, মোহাম্মদ নবী হোসেন, মো. নাসির উদ্দিন ও আক্তারুজ্জামান।

RSS
Follow by Email