বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
Led05গণমাধ্যমজেলাজুড়েসদরসোশ্যাল মিডিয়া

না.গঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের নির্বাচন ১৫ জুলাই

লাইভ নারায়ণগঞ্জ: আগামী ১৫ জুলাই নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শনিবার (২৯ জুন) বেলা ৩ টায় নির্বাচন কমিশনের উপস্থিতিতে চূড়ান্ত ভোটার তালিকা ইউনিয়নের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়।

রবিবার (৩০ জুন) দুপুর ১২টা থেকে মনোনয়নপত্র বিতরন করা হবে।

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য বিমল রায়, খন্দকার শাহ আলম ও রুমন রেজার সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য ৬ (ছয়) জনসহ সর্বমোট ১১ (এগার)টি পদের জন্য প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করবেন।

RSS
Follow by Email