শনিবার, জানুয়ারি ৪, ২০২৫
Led02রাজনীতি

না.গঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদ। বুধবার (১ জানুয়ারী) দলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো: শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জেলা কৃষকদলের এ কমিটিতে আহবায়ক ছিলেন ডা. শাহীন মিয়া ও সদস্য সচিব ছিলেন মো. কায়সার রিফাত।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিসত্বর নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের নতুন কমিটি গঠন করা হবে। আজ হতে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।’

প্রসঙ্গত, ২০২৩ সালের ১২ জানুয়ারী জেলা কৃষকদলের দুই সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। তবে এরপর পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয় নি।

RSS
Follow by Email