শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
Led04ক্রীড়া

না.গঞ্জ জেলা ও মহিলা ক্রীড়া সংস্থা বিলুপ্ত, আসছে নতুন অ্যাডহক কমিটি

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার কমিটি ভেঙ্গে ফেলা হয়েছে। শীগ্রই একটি অ্যাডহক কমিটি সংস্থা দুটির যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে। পরবর্তীতে এই কমিটির অধিনেই একটি নির্বাচনের মাধ্যমে পরিপূর্ণ কমিটি নির্বাচিত হবে।

অ্যাডহক কমিটিতে জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক হবেন জেলা প্রশাসক ও সদস্য সচিব হবেন জেলা ক্রীড়া কর্মকর্তা।

জানা গেছে, অ্যাডহক কমিটি হবে ৭ সদস্যের। প্রতিটি কমিটিতে সদস্য থাকবেন ৫ জন। তাদের মধ্যে দুইজন হবেন সরাসরি ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি। যেমন- খেলোয়াড়, কোচ, রেফারি। স্থানীয় প্রেক্ষাপটে সর্বজন গ্রহণযোগ্য ক্রীড়ানুরাগী কিংবা ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি থেকে হবেন একজন সদস্য। ক্রীড়া সম্পৃক্ত সংগঠক বা ছাত্র প্রতিনিধি থাকবেন একজন। আরেকজন সদস্য হবে ক্রীড়া সাংবদিক।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নাজিম উদ্দিন ভূঁইয়া। তিনি জানান, আমরা শীগ্রই জেলা প্রশাসক স্যারের সাহায্যে একটি কমিটি তৈরি করবো। পরে সেটিকে অনুমোদনের জন্য ক্রীড়া পরিষদে পাঠাবো। অ্যাডহক কমিটি গঠন এবং এই কমিটির অধিনে ক্রীড়া সংস্থার নির্বাচন করার কোন সময়সীমা বেধে দেওয়া হয়নি বলে জানান তিনি।

RSS
Follow by Email