না.গঞ্জ জুড়ে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে
লাইভ নারায়ণগঞ্জ: কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদের নারায়ণগঞ্জে জুড়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে শহরের প্রানকেন্দ্র চাষাঢ়ায় শুরু হয় এই কর্মসূচি।
বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের দুই ভাগে বিভিক্ত হয়ে নগরীর দুই প্রান্তে অবস্থান নিতে দেখা যায়। এক ভাগ চাষাঢ়ায় ও আরেক ভাগ অবস্থান নেয় ২নং রেল গেইট এলাকায়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা নগরীর দুই প্রান্তে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে।
এদিকে, সকাল থেকেই নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। সঙ্গে রাখা হয়েছে একটি এপিসি ও ওয়াটার ক্যানন। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া দুয়োধ্বনি দিতে থাকেন। তোপের মুখে পুলিশ সড়ক থেকে সরে চাষাঢ়া সোনালী ব্যাংকের গলিতে চলে যায়। তবে রাস্তায় এখনো মোতায়েন আছে এপিসি ও ওয়াটার ক্যানন।