রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led05জেলাজুড়েরাজনীতিসদর

না.গঞ্জ জাগ্রত সংসদ নির্বাচন: ১৫ জনের মনোনয়নপত্র সংগ্রহ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের নির্বাচন ২০২৪-২৫ তফসিল ঘোষনার পর ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মিশুক সাহা সভাপতি ও রায়হান আহমেদ সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র ক্রয় করেন।

জানা যায়, মিশুক সাহা ও রায়হান আহমেদের নেতৃত্বে একটি প্যানেল মোট ১৫টি পদের বিপরীতে মনোনয়ন পত্র ক্রয় করেন। এখন পর্যন্ত তাদের প্রতিদ্বন্দ্বিতায় অন্যকেউ মনোনয়নপত্র সংগ্রহ করেন নি। এ প্যানেলের প্রার্থীরা যে পদে মনোনয়ন সংগ্রহ করেছেন তারা হলেন,

সভাপতি পদে মিশুক সাহা, সহ সভাপতি পদে শাহরিয়ার সাঈদ অন্তর ও সাগর আহমেদ, সাধারণ সম্পাদক পদে রায়হান আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক পদে সানি আমান, সাংগঠনিক সম্পাদক পদে জয় সুত্র ধর, সহ সাংগঠনিক সম্পাদক পদে নবীর হোসেন বাবু, অর্থ সম্পাদক পদে নাহিদ হোসেন, প্রচার ও দপ্তর পদে ইয়াসিন সরকার ইমন, সাহিত্য সংস্কৃতিক সম্পাদক পদে মিশকাতুল হায়দার, যুব ও ক্রিড়া সম্পাদক পদে বিভোর, সমাজ কল্যান সম্পাদক পদে সাদমান, মহিলা বিষয়ক সম্পাদক পদে আনহা, কার্যকরি সদস্য পদে রফিকুল ইসলা এবং সুদিপ্ত চক্রবর্তী।

এসময় নির্বাচন কমিশনার আল মামুন ও রাগিব হাসান ভুইয়ার নিকট মনোনয়ন পত্র বিতরন করা হয়

RSS
Follow by Email