সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
Led02অর্থনীতি

না.গঞ্জ চেম্বার অব কমার্স নির্বাচন: ১৯ পদে ২৫টি মনোনয়ন বৈধ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালনা পর্ষদ নির্বাচনে ১৯টি পদের বিপরিতে বৈধ মনোনয় গন্য হয়েছে ২৫ টি। রবিবার (২৬ জানুয়ারি) নির্বাচন বোর্ডের সদস্যদের একটি সভায় এ তথ্য জানানো হয়।

নির্বাচন বোর্ড এর চেয়ারম্যান জনাব প্রবীর কুমার সাহা বলেন, চেম্বারের আসন্ন (২০২৫-২০২৭) ইং মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের জন্য জেনারেল গ্রুপে ১৯ জন, এসোসিয়েট গ্রুপে ৭ জন এবং ট্রেড গ্রুপে ১ জন, সর্বমোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তফসিল অনুযায়ী বাছাইয়ের জন্য নির্বাচন বোর্ডের সকল সদস্যদের উপস্থিতিতে মনোনয়নপত্রের বক্স খোলা হয়। এসময় জেনারেল গ্রুপে ১৮ জন, এসোসিয়েট গ্রুপে ৭ জন ও ট্রেড গ্রুপে ১ জন, সর্বমোট ২৬ টি মনোনয়ন পাওয়া যায়। তবে মনোনয়নপত্র যাচাই বাছাই করে জেনারেল গ্রুপে ১৭ জন, এসোসিয়েট গ্রুপে ৭ জন ও ট্রেড গ্রুপে ১ জন, সর্বমোট ২৫ টি মনোনয়নপত্র বৈধ বিবেচিত হয়। জেনারেল গ্রুপের ১ টি মনোনয়নপত্র নামের বানান সঠিকভাবে লিপিবদ্ধ না হওয়ায় মনোনয়নপত্রটি বৈধ হিসেবে বিবেচিত হয় নি।

নির্বাচন বোর্ডের সদস্য স্বপন চৌধুরী বলেন, নির্বাচনে জেনারেল গ্রুপে ১২ টি পদ, এসোসিয়েট গ্রুপে ৬ টি ও ট্রেড গ্রুপে ১ টি পদ নিয়ে মোট ১৯টি পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সর্বমোট ২৭জন প্রার্থী তাদের মনোনয়ন সংগ্রহ করেছিলো। তবে ২৬ জন মনোনয়ন জমা দিয়েছে। ট্রেড গ্রুপের ১টি পদে প্রার্থী একজনই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সে নির্বাচিত বলা চলে।

বৈধ প্রার্থীদের তালিকা জেনারেল গ্রুপ : মাসুদুজ্জামান, মুস্তাফিজুর রহমান ভুঁইয়া, রতন কুমার সাহা, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ আবু জাফর, গোলাম মুহাম্মদ কায়সার, মোঃ আব্দুল হাই রাজু, হোসাইন মোঃ তামিম তৌহিদ, মোঃ মজিবুর রহমান, মোঃ গোলাম সারোয়ার (সাঈদ), এম নাছির উদ্দিন, মোঃ সোহাগ, মোঃ বজলুর রহমান, মোঃ হানিফ মিয়া, মোঃ মাহফুজুর রহমান খান (মাহফুজ), আহ্মেদুর রহমান তনু।
এসোসিয়েট গ্রুপ : মোঃ মোরশেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক, মোহাম্মদ মনিরুল ইসলাম ও ট্রেড গ্রুপের একমাত্র প্রার্থী হলেন শ্রী বিকাশ চন্দ্র সাহা।

RSS
Follow by Email