বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led04জেলাজুড়েরাজনীতিসদর

না.গঞ্জ ক্লাবের মালামাল ফেরত দিতে কাউন্সিলর শকুর আহবান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ক্লাবে লুট হওয়া মালামাল ফেরত দেওয়ার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু।

শনিবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে দুর্বৃত্তদের প্রতি এ আহবান জানান তিনি।

ফেসবুকে নিজের প্রোফাইলের টাইমলাইনে কাউন্সিলর শকু উল্লেখ করেন, যারা ক্লাবের মালানাল যেমন টিভি, এসি,ফ্রিজ, ওভেন, কম্পিউটার, লেপটপ,টেবিল,চেয়ার,সোফা সিট, বিভিন্ন শো পিছ, ক্রেস্ট সহ যাবতীয় মালামাল নিয়েছেন তাদের তা ফেরত দেওয়ার আহবান করা হলো।

ইতোমধ্যে আমাদের কাছে বিভিন্ন ভিডিও ফুটেজ এবং সিসি ক্যামেরা ফুটেজ এসে পৌঁছেছে। যা সেনাবাহিনীর কাছে দেওয়া হচ্ছে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে উদ্ধার করা হবে। ঝামেলা থেকে বাঁচতে চাইলে যত তাড়াতাড়ি সম্ভব ক্লাব গেইটে ফেরত দেওয়ার আহবান করা হলো।

RSS
Follow by Email