শুক্রবার, আগস্ট ২২, ২০২৫
Led03সদর

না.গঞ্জ কারাগারে এক কারাবন্দির মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকাএক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত কারাবন্দির নাম শাহজাহান মোল্লা (৪৭)। সে মুন্সিগঞ্জ জেলার মহেশপুর থানার বানিয়াল গ্রামের কালা চাঁন মোল্লার ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরের খানপুর ব্যাংক কলোনি এলাকায় পরিবারসহ বসবাস করতেন এবং স্থানীয়ভাবে ‘জুয়াড়ি শাহজাহান’ নামেই পরিচিত ছিলেন। জানা গেছে, তিনি একাধিকবার জুয়া পরিচালনার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ জানান, শাহজাহান মোল্লার বিরুদ্ধে দুটি মামলা ছিল। এর মধ্যে একটি নারায়ণগঞ্জ সদর থানায় জুয়া আইনে এবং অন্যটি সিদ্ধিরগঞ্জ থানায় বিস্ফোরক আইনে দায়ের করা হয়েছিল। জুয়া মামলায় তিনি জামিনে থাকলেও, বিস্ফোরক আইনের মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন।

জেলা কারা সুপার আরও জানান, বুধবার রাত পৌনে ১২টার দিকে হঠাৎ শাহজাহানের বুকে তীব্র ব্যথা ওঠে এবং তিনি বমি করতে শুরু করেন। তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহজাহানের মরদেহ ময়নাতদন্ত শেষে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

RSS
Follow by Email