মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫
Led02শিক্ষা

না.গঞ্জ আইন কলেজে ইফতার শেষে ইসরায়েলি হামলার প্রতিবাদ জানালেন শিক্ষার্থীরা

লাইভ নারায়ণগঞ্জ: ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ আইন কলেজ। একই সাথে ইফতার মাহফিল করেছে। রবিবার (২৩ মার্চ) বিকেলে কলেজের সকল ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে ওই ইফতার অনুষ্ঠিত হয়। ইফতার শেষে কলেজ প্রাঙ্গণে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, নারায়ণগঞ্জের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এই কলেজের শিক্ষার্থী ছিলেন। কিন্তু কেউই কলেজের জন্য কার্যকরী কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বর্তমান শিক্ষার্থীদের নিজ কলেজের এই আয়োজনে আমরা অভিভূত। আমরা তরুণ শিক্ষার্থীদের প্রতি আশাবাদীও বটে। কলেজের নতুন এডহক কমিটির সদস্য হিসেবে আমি কলেজের সার্বিক উন্নয়নে সর্বাত্মক কাজ করবো। শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতায় আমরা কলেজকে এগিয়ে নেব।

আইন কলেজের শিক্ষার্থী ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, আমরা কলেজে অধ্যয়নরত সকল ব্যাচের সমন্বয়ে এই ইফতার আয়োজন। আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক অধ্যায় হচ্ছে- আইনজীবী তৈরি করা এই প্রতিষ্ঠান আজও নিজ ভূমির মালিকানাটুকু অর্জন করতে পারেনি আইনি জটিলতায়। আমরা এই অবস্থার পরিত্রান চাই। ইতোমধ্যেই কলেজের ভূমি সংক্রান্ত সার্বিক দলিলাদি নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় অতিক্রম করে তা বিভাগীয় কমিশন পর্যন্ত পৌঁছেছে। কলেজের পানির সংস্থানের জন্য ডিপ টিউবয়েল স্থাপন, শৌচাগার নির্মাণ কাজ প্রায় শেষদিকে। আমরা বিশ্বাস করি, কলেজ উন্নয়নে আমাদের দৃঢ় আকাঙ্খা এবং প্রশাসনিক সুদৃষ্টির সহযোগিতা অতি দ্রুত আমাদের নিজ ভূমির মালিকানা নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, কলেজের ভূমি ও সার্বিক উন্নয়ন কাজে শিক্ষার্থীদের সংঘবদ্ধতা জরুরি। সেই প্রয়াসেই আজ আমাদের একত্রিকরণ। নিশ্চয়ই আমাদের এই সম্মিলন বজায় থাকবে। আমরা আমাদের প্রাণের কলেজকে পরিচ্ছন্ন-শিক্ষাবান্ধব-গঠনমূলক গণতান্ত্রিক আইন কলেজ প্রতিষ্ঠায় দৃঢ়তার সাথে এগিয়ে যাব।

এ সময় আরও উপস্থিত ছিলেন আইন কলেজের শিক্ষার্থী মো. শাহেদ হোসাইন, এনায়েত উল্লাহ, রাশেদুল ইসলাম সজল, সায়মা আক্তার, রাত্রি, ইভা, শামীম, বিল্লাল হোসাইন, গোলাম রাব্বানী শিমুল, সৌরভ হোসেন সিয়াম, মাসুদ, রুমা, উর্মি, সুজন, হৃদয় প্রমুখ

RSS
Follow by Email