রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led04আদালত

না.গঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন ‘একতরফা’, দাবি বিএনপিপন্থীদের

লাইভ নারায়ণগঞ্জ: আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। তবে, সেই নির্বাচনে সম্পূর্ণ একতরফা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। আর তাই, এই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিও অস্পৃষ্ট রেখেছে বিএনপিপন্থীরা।

এ বিষয়ে জেলা আইনজীবী ফোরামের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান লাইভ নারায়ণগঞ্জকে বলেন, ‘আইনজীবী সমিতির নির্বাচনের অংশ নেয়া না নেয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এ বিষয়ে আমরা পরে সিদ্ধান্ত নিবো।’

জানা গেছে, আগামী ৩০ জনুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। যাতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট আশরাফ হোসেন, অ্যাডভোকেট আবদুর রহিম, অ্যাডভোকেট মেরিনা বেগম এবং অ্যাডভোকেট সুখ চাঁদ সরকার। আপীল বোর্ডে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট ইমদাদুল হক তারাজুদ্দিন, অ্যাডভোকেট নুরুল হুদা এবং অ্যাডভোকেট হুমায়ুন কবির।

যদিও গতবার একই নির্বাচন কমিশনের অধিনে আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিয়েছিলো বিএনপিপন্থী আইনজীবীদের প্যানেল। তবে, এবার তাদের অধিনে নির্বাচন না করার সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে নেতৃবৃন্দরা।

জানতে চাইলে এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ‘ইলেকশনের আগেই যদি ইলেকশন হয়ে যায়, তাহলে তো আর সেই ইলেকশন করে লাভ নেই। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে বানানো হয়েছে নির্বাচন কমিশনার। এই নির্বাচন আর কেমন হবে। আমরা চেয়েছি যে, নিরপেক্ষ লোকদের দিয়ে নির্বাচন পরিচালনা করানো হোক। নারায়ণগঞ্জ বারে (আইনজীবী সমিতি) তো আওয়ামী লীগের মধ্যেই নিরপেক্ষ লোক আছে, তাদের দিয়ে নির্বাচন করুক। কিন্তু তারা সেটি করতেছে না। ওনারা আমাদের সাথে কোন কথা না বলে একতরফা ভাবে নির্বাচন ঘোষণা করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা তাদের পরামর্শ দিয়েছি, যাতে নিরপেক্ষ লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হোক। কিন্তু সেটা তারা করেনি। দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে কুলশিত ও সকল নির্বাচনকে ধ্বংস করে দিচ্ছে এই সরকার।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধান বলেন, ‘তারা একটি একতরফা নির্বাচন কমিশন গঠন করছে। আমরা তাদের এই নির্বাচন করবো কিনা, সেটা পরে সিদ্ধান্ত নেয়া হবে।’

RSS
Follow by Email