না.গঞ্জে ৯জুন থেকে ৩ বিভাগে শিল্পকলা প্রতিযোগিতা শুরু
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পকলা প্রতিযোগিতা ২০২৪। জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা তিনটি বিভাগের উপর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা শিল্পকলা একাডেমি এক বার্তায় এ তথ্য প্রকাশ করে।
বার্তায় আরও জানানো হয়, মোট ৩টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ বিভাগে ১ম শ্রেণি হতে ৫ম শেণির শিক্ষার্থী বা যাদের বয়স সর্বোচ্চ ১১ বছর তারা অংশগ্রহন করতে পারবে। ‘খ’ বিভাগে অংশগ্রহন করতে পারবে ৬ষ্ঠ শ্রেণি হতে ১০ম শেণির শিক্ষার্থী বা যাদের বয়স সর্বোচ্চ ১৭ বছর। ‘গ’ বিভাগে অংশগ্রহন করতে পারবে একাদশ শ্রেণি হতে স্নাতকোত্তর শিক্ষার্থী অথবা যাদের বয়স সর্বোচ্চ ২৫ বছর। এ জেলা পর্যায় প্রতিযোগিতার বিজয়ী ১ম স্থান অধিকারীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে চুড়ান্ত প্রতিযোগিতা।
প্রতিযোগিতার বিষয় হিসেবে রাখা হয়েছে, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোক সংগীত, গণজাগরণের গান দেশাত্ববোধক গান, ভাষার গান, মুক্তিযুদ্ধভিত্তিক বঙ্গবন্ধুকে নিয়ে গান, গণসংগীত, সাধারণ নৃত্য, সৃজনশীল নৃত্য, লোক নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, একক অভিনয়, একক আবৃত্তি (কবিতা/ছড়া) ও চিত্রাঙ্কন। প্রতিযোগিতার সময়সূচি রাখা হয়েছে ৯ জুন সকাল ১০ টায় নৃত্য এবং একইদিন বিকেল ৩টা চিত্রাঙ্কন। এছাড়া সঙ্গীত প্রেতিযোগিতা অনুষ্ঠিত হবে ১০ জুন সকাল ১০ টায় এবং আবৃত্তি ও অভিনয় অনুষ্ঠিত হবে একইদিন বিকেল ৩ টায়।
বার্তায় আরও জানানো হয়, একজন অংশগ্রহনকারী সর্বচ্চো ৩টি বিষয়ে অংশগ্রহন করতে পারবেন। আবেদনকারীদের জন্মসনদ ও জাতীয় পরচিয় পত্র এবং ২ কপিসহ নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। নিবন্ধনের শেষ সময় ৯ জুন সকার ৮টার আগে পর্যন্ত।
এ বিষয়ে জেলা কালচার অফিসার রুনা লায়লা বলেন, সারা দেশের ন্যায় আমাদের নারায়ণগঞ্জেও শিল্পকলা প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। শুধু শিক্ষার্থী নয় বয়স সীমার মধ্যে যে কেউ অংশগ্রহন করতে পারবে। মোট ৩ টি বিভাতে ১৪ টি ক্যাটাগরিতে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।