বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led02আড়াইহাজারজেলাজুড়েবন্দররাজনীতিরূপগঞ্জসদরসোনারগাঁ

না.গঞ্জে ৫ উপজেলা চেয়ারম্যানদের অপসারণ, দায়িত্ব পালন করবে ইউএনও

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের পাঁচ উপজেলাসহ সারাদেশে ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) দায়িত্ব পালন করবেন।

রোববার (১৮ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে৷

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এতদ্বারা উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩(ঘ) প্রয়োগ করে বাংলাদেশের ৪৯৩ উপজেলা চেয়ারম্যানদের স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ সচিব মো. আকবর হোসেনের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ সদর উপজেলা, বন্দর উপজেলা, সোনারগাঁও উপজেলা, রূপগঞ্জ উপজেলা ও আড়াইহাজার উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করেছে ।

RSS
Follow by Email