না.গঞ্জে ২ মে পর্যন্ত প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
লাইভ নারায়ণগঞ্জ: তীব্র তাপদাহের কারণে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সোমবার (২৯ এপ্রিল) এক বার্তায় জানান, আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বন্ধ থাকবে।
তাপদাহের কারণে সোমবার (২৯ এপ্রিল) ঢাকাসহ পাঁচ জেলার মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। তবে, মর্নিং ক্লাস দিয়ে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রাখা হয়েছিল। এর আগে, তাপদাহের কারণে ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সাতদিন দেশের সব স্কুল-কলেজ-মাদরাসা বন্ধ রাখা হয়।
নারায়ণগঞ্জের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সোহাগ হোসেন জানান, সারা দেশেই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আগামীকাল ৩০ এপ্রিল থেকে ২ মে বৃহস্পতিবার পর্যন্ত নারায়ণগঞ্জে সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ৫ মে থেকে আবার যথারীতি শ্রেণী কার্যক্রম চলবে।