না.গঞ্জে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত ১৪ জন
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ক্রমেই ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা বাড়ছে। যার ফলে ডেঙ্গুর সংক্রমণ উর্ধ্বগতির দিকেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ১৪ জন, এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭১৬ জন।
জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, নারায়ণগঞ্জে এ যাবৎ কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে মৃত্যর সংখ্যা আছে।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হেয়েছেন ১৪ জন। সোমবার পর্যন্ত আক্রান্তদের সংখ্যা ৭১৬ জন। এবছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৭৩০ জন। হাসপতাল থেকে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৬৭৬ জন।