শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led02স্বাস্থ্য

না.গঞ্জে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৩ জন

লাইভ নারায়ণগঞ্জ: সারাদেশে এডিস মশার উপদ্রুব বৃদ্ধি পেয়েছে। এতে করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ এবং হাসপাতালে রোগীর সংখ্যা। নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু সংক্রমণে ৩৩ জন আক্রান্ত হয়েছেন।

রবিবার (২৯ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় থেকে আরও জানানো হয়, এ বছর নারায়ণগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬৩ জন। গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত রোগীর সংখ্যা ছিল ৩৩০ জন। গেল ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৩ জন। এছাড়া রোগ থেকে আরোগ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩১৭ জন।

জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান লাইভ নারায়ণগঞ্জকে জানান, নারায়ণগঞ্জে এ পর্যন্ত পাওয়া তথ্য মতে ৩৬৩ জন আক্রান্ত হয়েছে। নারায়ণগঞ্জের সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ পর্যন্ত এ রোগে কোন মৃত্যুর ঘটনা ঘটে নি। ভালো চিকিৎসা ও বিশ্রামের মাধ্যমে রোগী সুস্থ্য হয়ে উঠতে পারবেন।

RSS
Follow by Email