রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
রাজনীতি

না.গঞ্জে ২জন এমপি বলার পরে প্রশাসন কাজ করে: মেয়র আইভী

লাইভ নারায়ণগঞ্জ: একমাত্র নারায়ণগঞ্জে দুইজন এমপি বলার পরে প্রশাসন কাজ করে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে সিটি কর্পোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত ২০২৩-২০২৪ সালের বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র এ মন্তব্য করেন।

মেয়র আইভী বলেন, যে শহরে বলার পর কোন প্রতিকার পাওয়া যায়না, সাংবাদিকরা বলার পর কোন কাজ হয় না, নাগরীকরা বলার পর কোন কাজ হয়না; একমাত্র দুইজন এমপি বলার পরে প্রশাসন কাজ করে। ৫বছর আগে আমার বাজেট অধিবেশনে যখন সেলিম ভাই এসেছিলেন তখন আমি ওনাকে বলেছিলাম যে, হাই কোর্ট ডিসি-এসপিকে নির্দেশ দিয়েছে শহরের ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করে হাইকোর্টকে জানানোর জন্য, তার পরেও কাজ হয়নি। এরপর যখন এমপি সাহেব ঘোষনা দিলেন, কোন ট্রাকই রাস্তায় ছিলো না। তাহলে আমরা হাই কোর্টকে না মেনে তাদের মানলেই তো হয়।

এর আগে, নগরীর বিভিন্ন অবৈধ অটোরিকশা, যানযটসহ বিভিন্ন বিষয় নিয়ে মেয়রকে প্রশ্ন করেন উপস্থিত সিনিয়র সাংবাদিকরা।

RSS
Follow by Email