বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led04রাজনীতি

না.গঞ্জে হেফাজতে ইসলামের কমিটি ঘোষণা, শুক্রবার প্রথম সমাবেশ

লাইভ নারায়ণগঞ্জ: হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের ৫সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে কমিটি ঘোষণার বিষয়টি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেন মাওলানা ফেরদাউসুর রহমান।

জেলা কমিটিতে সভাপতি হয়েছেন ডিআইটি মসজিদের খতিব আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা আব্দুল কাদির। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আল্লামা আবু তাহের জিহাদী, সহ সভাপতি হয়েছেন মুফতি বশিরউল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাওলানা বদরুল আলম।

মহানগর কমিটিতে সভাপতি হয়েছেন মাওলানা ফেরদাউসুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন মুফতি হারুনুর রশিদ। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মুফতি মাহমুদ হাসান, সহ সভাপতি হয়েছেন মাওলানা কামালউদ্দিন দায়েমী এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাওলানা মীর আহমাদুল্লাহ।

আগামীতি সম্মেলনের মাধ্যমে জেলা কমিটির ১৫১ ও মহানগর কমিটির ১০১ সদস্য বিশিষ্ঠ কমিটি তৈরি করা হবে।

এ বিষয়ে মাওলানা ফেরদাউসুর রহমান জানান, আমাদের কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী শুক্রবার বাদ জুম্মা ডিআইটি মসজিদের সামনে জেলা ও মহানগর হেফাজতে ইসলামের উদ্যোগে প্যালেস্টাইনের পক্ষে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হবে।

RSS
Follow by Email