মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
Led04আদালত

না.গঞ্জে সেই রফিকুলের বিচার চালানোর নির্দেশ হাইকোর্টের

লাইভ নারায়ণগঞ্জ: বাবার খুনের ও নিজের ধর্ষণের বিচার না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে এক কিশোরী আত্মহত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি রফিকুলের বিচার চলবে বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কেএম হাফিজুল আলম ও বিচারপতি আতাবুল্লাহ‘র হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২৬ নভেম্বর) নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যালের আদেশ বাতিল করে তার বিচার চালানোর নির্দেশ দেন।

বাদিপক্ষে আইনজীবী ইশরাত হাসান গণমাধ্যমকে জানান, বাবার খুনের মামলার আসামিদের দ্বারা অপহরণ ও ধর্ষণের শিকার হন ওই কিশোরী। তাকে প্রায় ২০ থেকে ২৫ দিন আটকে রেখে ধর্ষণ করা হয়। তাকে না পেয়ে প্রথমে তার মা থানায় জিডি করেন। এরপর আসামিদের হাত থেকে পালিয়ে আসার পর, তার মা নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানায় ২০২৩ সালের ১১ জুন মামলা দায়ের করেন।

তিনি জানান, মামলাটির তদন্তের পর রিপোর্টে ৪ জন ধর্ষকের সত্যতা পেয়ে মূলত অপরাধীদের অপরাধ পেয়ে অপরাধ হিসেবে গ্রহণ করেন আদালত। অথচ ৩ অপরাধীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলেও, ঘটনায় সময় ছিলেন না বলে নারায়ণগঞ্জ বারের একজন সদস্য আইনজীবী রফিকুলকে অব্যাহতি দেয়া হয়। পরে ভুক্তভোগীর মা নাসিমা বেগম (পোশাক শ্রমিক) সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের কাছে সাহায্য চান। তবে মামলার চলার সময় মেয়েটি লজ্জায় অপমানে মেয়েটি আত্মহত্যা করেন বলেও জানান এ আইনজীবী।

এর আগে, নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রফিকুলকে অব্যাহতি দেন। সেই আদেশ চ্যালেঞ্জ করে নিহতের মার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টি নির্দেশ দেন।

RSS
Follow by Email