না.গঞ্জে সারজিস, জেলা সমন্বয়কদের সাথে মতবিনিময় সভা
লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্য বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জে সক্রিয় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। বুধবার (৯ অক্টোবর) শহরের মাসদাইরে বাংলা ভবন কমিউনিটি সেন্টারে সকাল থেকে দুপুর পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারায়ণগঞ্জে আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়। খোলামেলাভাবে কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা।
এ বিষয়ে জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ও বৈষম্য বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের অন্যতম সমন্বয়ক ফারহানা মানিক মুনা বলেন, সমন্বয়ক সারজিস আলম একটা ইন্টারনাল মিটিংয়ের জন্য নারায়ণগঞ্জে এসেছিলেন। সেখানে নারায়ণগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে বসেছিলেন। সকাল থেকে দুপুর পর্যন্ত মিটিংটা হয়। ইন্টারনাল বিষয়ের ওপর, সেখান কোন ধরনের ছবি, ভিডিও, অডিও করা রেস্ট্রিক্টেড ছিল।