শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
Led01জেলাজুড়ে

না.গঞ্জে সাত দিনে ৬টি ধর্ষণ-বলাৎকারের ঘটনা, আতঙ্কে নারী-শিশু-যুবক

# ধর্ষণ প্রতিরোধে জেলা পুলিশ সর্বদা কাজ করছে: এসপি

লাইভ নারায়ণগঞ্জ: ডাকাতি, হত্যা ও ছিনতাইয়ের সাথে সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে ধর্ষণ ও বলাৎকারের ঘটনা। নারী, শিশু থেকে শুরু করে এ সামাজিক ব্যাধির শিকার হচ্ছে যুবকেরাও। নারায়ণগঞ্জেও ঘটছে এমন লোমহর্ষক ঘটনা । এ জেলার বিভিন্ন উপজেলায় মাত্র ৭ দিনে ৫ টি ধর্ষণ ও ১টি বলাৎকারের ঘটনা ঘটেছে। এ ঘটনাগুলোতে ভুক্তভোগী হয়েছে ৫ বছরের শিশু কণ্যা থেকে শুরু করে ২০ বছরের যুবকও। তবে পুলিশ প্রশাসন বলছে ধর্ষণের মতো একটি সামাজিক ব্যাধি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত বিগত ৭দিনের ঘটে যাওয়া এ ঘটনাগুলোর তথ্য উল্লেখ করা হলো।

আড়াইহাজারে মামলায় স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ:
আড়াইহাজারে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে, স্ত্রীকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় বুধবার (১২ মার্চ) রাতে ভুক্তভোগী বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটে একই উপজেলার সাতগ্রাম ইউনিয়ন এলাকায় ঘটেছে।
মামলার সূত্রে জানা যায়, এই মামলায় অভিযুক্ত জালাল ভুক্তভোগীর স্বামীর চাচাত ভাই। ২০২৪ সালে পারিবারিক কলহের ঘটনায় আড়াইহাজার থানায় দায়েরকৃত মামলায় ভুক্তভোগীর স্বামীকে প্রধান অভিযুক্ত হিসেবে ভয়ভীতি দেখান জালাল। এই সময় মামলা থেকে নাম বাদ দেয়ার আশ্বাস দিয়ে ফোনে কথা বলার প্রস্তাব দেন। পরবর্তিতে বিভিন্ন সময় ভুক্তভোগীকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। ধর্ষণের ভিডিও ফোনে ধারণ করে ৩ লক্ষ টাকা দাবী করা হয়। পরবর্তীতে ব্ল্যাকমেইল করে পুনরায় ভুক্তভোগীকে ধর্ষণ করে অভিযুক্ত জালাল। পুলিশ জানায়, এ মামলার প্রধান আসামি জালাল হোসেনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। বাকী অভিযুক্তদের গ্রেপ্তারের চেস্টা চলছে।

রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ৭ বছরের শিশুকে ধর্ষণ:
রূপগঞ্জে চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলার তারাব পৌরসভার রূপসী বাঘবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা গণমাধ্যমে জানায়, শিশুটির পরিবার রূপসী বাঘবাড়ি এলাকায় তানসেন নামে একজনের বাড়িতে ভাড়া থাকেন। এ ঘটনার অভিযুক্ত ইব্রাহিম (৫৫) একই উপজেলার রূপসী বাঘবাড়ি ব্রীজ এলাকায় কাচাঁমালের ব্যবসা করেন। ইব্রাহিম শিশুটিকে চকলেট কিনে দেয়ার কথা বলে তার দোকানের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এসময় স্থানীয় এক মহিলা বিষয়টি দেখে ফেললে স্থানীয়দের খবর দেন। ভুক্তভোগির পরিবারের বাড়িওয়ালা ও তারাব পৌরসেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবেলের বড় ভাই রুবেলসহ স্থানীয় প্রভাবশালী কয়েকজন মিলে ধর্ষণের বিষয়টি ক্ষতিপূরণ বাবদ ৫ হাজার টাকা শিশুর পরিবারকে দিবেন বলে আশ্বাস দেন। রাত ৯ টার দিকে এলাকাবাসী ধর্ষণের বিষয়টি জানতে পেরে রুবেলের বাড়ির সামনে বিক্ষোভ করে বাড়িটি ঘিরে রাখে। পুলিশ জানায় ‘ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী আছে। থানায় এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।’

বন্দরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ:
বন্দরে চকলেট দেওয়ার প্রলভোন দেখিয়ে ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করা হয়েছে। বুধবার (১২ মার্চ) রাতে বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম জানায়, মামলার অভিযুক্ত বৃদ্ধ আনোয়ার হোসেন (৫৯) বন্দরের বাগবাড়ি এলাকার মৃত গফুর মিয়ার ছেলে। তিনি মঙ্গলবার সন্ধ্যায় কিশোরীকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে তার ভাড়া বাসায় নিয়ে যান এরপর দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং বিষয়টি থানায় জানান। পরে বুধবার রাতে বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জে শিশু সন্তানকে জিম্মি করে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণচেষ্টা:
সিদ্ধিরগঞ্জে শিশু সন্তানকে জিম্মি করে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উত্তরপাড়া পানি টাংকি এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার এজাহারে জানা যায়, এ ঘটনায় অভিযুক্ত আরিফ (৩২), ডালিম (৩৫), এবং বেলাল (৩৫) হলেন ভুক্তভোগীর স্বামীর প্রতিবেশী। বুধবার বিকেল পৌনে ছয়টার দিকে ইফতারি দেওয়ার কথা বলে আরিফ গৃহবধূর দরজায় নক করে। তিনি দরজা খুলে ইফতারি নেওয়ার পর আবার দরজা বন্ধ করে দেন। পরে ইফতারির পর আরিফ পুনরায় দরজায় নক করলে গৃহবধূ দরজা খুলে দেন। এ সময় তিন মাসের শিশু সন্তানকে কোলে নেওয়ার অজুহাতে আরিফ ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
গৃহবধূ চিৎকার শুরু করলে আরিফ তার শিশু সন্তানকে ছিনিয়ে নিয়ে নিজের ঘরে চলে যায়। এরপর শিশুটিকে নিরাপদে ফেরত পেতে হলে গৃহবধূকে অনৈতিক সম্পর্কে জড়ানোর হুমকি দেয়। ভুক্তভোগী তার স্বামীকে ফোন করে বিস্তারিত জানালে স্বামী দ্রুত সহকর্মীসহ বাসায় ফিরে এসে আরিফের ঘর থেকে শিশুটিকে উদ্ধার করেন। পুলিশ জানায় ‘এ ঘটনায় স্বামী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সোনারগাঁয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা:
সোনারগাঁয়ে পাঁচ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মনসুর আলী (৩৫) নামে একজনকে গণধোলাই দিয়ে পুলিশ দিয়েছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১ টায় উপজেলার কাঁচপুর পুরান বাজারের রংপুর গলি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শিশুটির পিতা-মাতা দুজনে গার্মেন্টসে চাকরি করার সুবাদে বাচ্চাকে পাশের বাসার এক নারীর কাছে রেখে যান। বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে বাড়ির উঠানে বাচ্চাটি খেলাধুলা করার সময়ে তাকে একা পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে কৌশলে রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মনসুর আলী। বিষয়টি ওইবাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা দেখে ফেলায় বাচ্চাটি রক্ষা পান। জানাজানি হলে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ করে।
এ ঘটনায় বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।

বন্দরের ২০ বছরের এক যুবককে বলাৎকারের ঘটনা:
বন্দরে ২০ বছরের এক যুবককে বলাৎকারের অভিযোগ উঠে প্রতিবেশি সাইদের উপর। এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী যুবকের মা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন।
মামলার সূত্রে জানা যায়, বাদীর মেঝ ছেলে সহজ-সরল প্রকৃতির। গত শনিবার (৮ মার্চ) রাতে বন্দরের শাহী মসজিদ এলাকায় যুবকটি বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় প্রতিবেশী মঞ্জুর মহাজনের ছেলে সাঈদ তাকে জরুরি কথা আছে বলে ডেকে বাসায় নিয়ে বলাৎকার করে। এবং বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। যুবক বিষয়টি পরিবারকে জানালে বন্দর থানায় মামলা করেন বাদী। এ ঘটনায় পলাতক সাঈদকে আটকের জন্য অভিযান চালানো হচ্চে বলে জানায় পুলিশ।

এবিষয়ে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, আগে ধর্ষণের মত ঘটনাগুলো মিডিয়া বা পত্রিকায় কম আসতো। কিন্তু এখন কোথাও কিছু হলে সেটার সাথে সাথে প্রচার-প্রসারনার মাধ্যমে সারা দেশ জানছে। ধর্ষণ একটি নিকৃষ্টতম অপরাধ। ধর্ষণ একটি সামাজিক ব্যাধি, এটি প্রতিরোধে জেলা পুলিশ সর্বদা কাজ করছে। তবে নারায়ণগঞ্জবাসীর কাছে অনুরোধ থাকবে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, ধর্ষণের মতো ঘটনা ঘটলে আমাদেরকে জানান। পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

RSS
Follow by Email