না.গঞ্জে সাত খুন: সাবেক র্যাবের ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত র্যাবের সাবেক ৩ কর্মকর্তাকে কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। তারা হলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত তারেক সাঈদ, মাসুদ রানা ও আরিফ হোসেন।সোমবার (১৪ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গুমের মামলায় তদন্তের স্বার্থে এ অনুমতি পেয়েছে তদন্ত সংস্থা এবং এ মামলার অন্যতম আসামি সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসান। এদিন জুলাই-আগস্টের গণহত্যার আরও একটি মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চাঁনখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে ৭ আগস্ট। এদিন গুমসহ আরও ৬ মামলার শুনানি হয় ট্রাইব্যুনালে বলেও জানান তিনি।