শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
Led04রাজনীতি

না.গঞ্জে সাইফুল আলম সরকার ‘নতুন-পুরোনো চক্রান্তকারীরা আবার এক হয়েছে’

লাইভ নারায়ণগঞ্জ: ২১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা তরুণদল এক প্রস্তুতি সভা করেছে। এই সভার মূল লক্ষ্য ছিল প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করা এবং দলকে আরও শক্তিশালী করে তোলা। সভায় নেতারা তারেক রহমানের নেতৃত্ব এবং তার ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের ওপর জোর দেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডাস্থ জাগরনী সংসদে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা তরুণদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এবং সহ-সভাপতি আরিফ মীরের পরিচালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এ.কে.এম সাইফুল আলম সরকার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে বাংলাদেশের স্বাধীনতা ও স্বৈরাচারমুক্তির জন্য কাজ করেছেন।” তিনি আরও বলেন, “নতুন এবং পুরোনো চক্রান্তকারীরা আবার এক হয়েছে, আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের সকল নেতাকর্মী এই চক্রান্তকারীদের প্রতিহত করবে ইনশাআল্লাহ।”

তিনি বিশ্বাস করেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা গেলে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তরুণদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। তিনি বলেন, তরুণদলকে আরও শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম চলবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, ঢাকা জেলা তরুণদলের সদস্য সচিব ফেরদৌস সিকদার, নারায়ণগঞ্জ মহানগর তরুণদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, সিদ্ধিরগঞ্জ থানা তরুণদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাজু খাঁন, তারাব পৌরসভা তরুণদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং ফতুল্লা থানা তরুণদলের আহ্বায়ক তরিকুল ইসলাম সিফাতসহ আরও অনেকে।

প্রস্তুতি সভা শেষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা তরুণদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

RSS
Follow by Email