না.গঞ্জে সরকারি সেবা নিশ্চিত করতে উন্মুক্ত লটারি
লাইভ নারায়ণগঞ্জ: সাধারণ মানুষের কাছে সরকারি সেবা সঠিকভাবে পৌঁছে দিতে নারায়ণগঞ্জে চারজন ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই লটারি কার্যক্রমের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের তত্ত্বাবধানে এই লটারি অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে সদর উপজেলার চারটি গুরুত্বপূর্ণ এলাকার জন্য ডিলার নির্বাচন করা হয়: বিসিক ১নং গেইট, শিবু মার্কেট, হাটখোলা মোড় এবং পঞ্চবটি মোড়।
লটারি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাছলিমা শিরিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লার সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান নূর, সিদ্ধিরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) দেব জানি কর, উপজেলা নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা এমদাদুল ইসলাম সিকদার, খাদ্য পরিদর্শক আমিনুল ইসলাম জুয়েল প্রমুখ।
লটারির ফলাফলে চারজন ওএমএস ডিলার হিসেবে নির্বাচিত হয়েছেন, মিনা বেগম (বিসিক ১নং গেইট), কেএম হারুনুর রশীদ (শিবু মার্কেট), জামিলা আক্তার (হাটখোলা মোড়) ও শরীফ আহাম্মেদ (পঞ্চবটি মোড়)।
ইউএনও তাছলিমা শিরিন বলেন, “সরকারের এই সেবা সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে নির্বাচিত ডিলাররা নিজ দায়িত্বে কাজ করবেন। আমি আশা করি, তারা জনগণের সেবায় সুনামের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করবেন।”