বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫
Led03রাজনীতি

না.গঞ্জে সংঘর্ষের মুখে সাহসী অ্যাডভোকেট টিপু

ফতুল্লা করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: অবৈধ ব্যাটারিচালিত ইজিবাইক চালক ও যানজট নিরসনকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা থেকে নগরবাসীকে রক্ষা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে উত্তেজনা যখন তুঙ্গে, তখন নিজ উদ্যোগে মধ্যস্থতা করে তিনি দুই পক্ষকে শান্ত করেন এবং আলোচনার টেবিলে বসান।

ঘটনার সূত্রপাত হয় বুধবার সকাল ১১টায়, যখন যানজট নিরসনের দায়িত্ব পালনরত কর্মীরা একটি অটোরিকশার টায়ারের টিউব পাংচার করাকে কেন্দ্র করে ইজিবাইক চালকদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, যা প্রায় দুই থেকে তিন ঘণ্টা স্থায়ী ছিল। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দৃশ্যমান উপস্থিতি ছিল না।

এমন এক সংকটময় মুহূর্তে অ্যাডভোকেট টিপু রাজপথে এসে নিজের জীবন বাজি রেখে দুই পক্ষের মাঝখানে দাঁড়ান। তিনি বারবার তাদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি ইজিবাইক চালকদের বোঝান যে রক্তপাত কোনো সমাধান নয়। শুরুতে দুই পক্ষই তার অনুরোধ উপেক্ষা করলেও তিনি হাল ছাড়েননি। অবশেষে, তিনি উভয় পক্ষকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান। সেখানে তার প্রত্যক্ষ মধ্যস্থতাকে স্বাগত জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অ্যাডভোকেট টিপুর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। ধীরে ধীরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও পেশাজীবী নেতারাও আলোচনায় যোগ দেন। আলোচনার শেষে একটি গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছানো হয়।

অ্যাডভোকেট টিপু বলেন, “নারায়ণগঞ্জের মানুষ শান্তি চায়। রাজপথে রক্তপাত বা সংঘর্ষে সাধারণ মানুষ কষ্ট পায়। আজকের এই পরিস্থিতি প্রশাসনের ব্যর্থতার কারণে সৃষ্টি হয়েছে। তবুও আমরা চাইনি কোনো মায়ের সন্তান রক্তাক্ত হোক। এজন্যই নিজের জীবন বাজি রেখে আমি দুই পক্ষের মাঝখানে দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বড় ধরনের সংঘর্ষ এড়ানো গেছে। একজন রাজনৈতিক নেতা হিসেবে আমার দায়িত্ব হলো নারায়ণগঞ্জের মানুষকে নিরাপদ রাখা, তাদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা।”

RSS
Follow by Email