বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led03আড়াইহাজারজেলাজুড়ে

না.গঞ্জে শ্রেষ্ঠ ওসি হলেন আহসান উল্লাহ

লাইভ নারায়ণগঞ্জ: জেলার শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) হিসেবে পুরষ্কার লাভ করেছেন ইন্সপেক্টর আহসান উল্লাহ। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বৃহস্পতিবার (২৮ মার্চ) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তার হাতে ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

জানা গেছে, গত ৯ অক্টোবর ২০২৩ সালে তিনি আড়াইহাজার থানায় যোগদান করেন। অল্প দিনেই তিনি আড়াইহাজারবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হন। ডাকাত দমনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ পারদর্শীতা দেখিয়ে আসছেন।

এব্যাপারে আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আহসান উল্লাহ বলেন, আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহর নিকট। সেই সাথে ধন্যবাদ জানাই পুলিশ সুপার (নারায়ণগঞ্জ) স্যারকে আমাকে মূল্যায়ন করার জন্য। এ অর্জন শুধু আমার একার নয়, সকলের সহায়তায় আমি আজ এখানে এসেছি। বিভিন্ন বিষয়ে আমি আড়াইহাজারবাসী ও গণমাধ্যমকর্মীদের থেকে যথেষ্ঠ সহযোগিতা পেয়েছি। তাই আমি সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

RSS
Follow by Email