শুক্রবার, মে ২, ২০২৫
অর্থনীতিসদর

না.গঞ্জে শ্রমিক ফ্রন্টের মে দিবসের সমাবেশ অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (১ মে) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার, ন্যায্য মজুরি, সামাজিক সুরক্ষা এবং কারাবন্দী শ্রমিক নেতাদের মুক্তির দাবিতে আয়োজিত এই সমাবেশে শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের মতো মৌলিক অধিকারও হুমকির মুখে। তাঁরা ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন, ট্রেড ইউনিয়ন করার চেষ্টার ‘অপরাধে’ গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ এবং রবিনটেক্স শ্রমিক ইউনিয়নের সভাপতি সীমা আক্তারসহ আট শ্রমিক নেতা কারাগারে বন্দি রয়েছেন। একইসঙ্গে রিক্সা শ্রমিকদের রুটি রুজির আন্দোলনে সমর্থন জানানোর কারণে আল কাদেরি জয়, মিরাজ উদ্দিন ও রোকন উদ্দিনের কারাবন্দিত্বের তীব্র নিন্দা জানান বক্তারা।

সরকারের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রসঙ্গে শ্রমিক ফ্রন্টের নেতারা প্রশ্ন তোলেন, সরকারের আচরণ কি সেই প্রতিশ্রুতির প্রতিফলন ঘটায়? তাঁরা স্পষ্ট ভাষায় বলেন, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের অধিকারের বাধা দূর না হলে এবং শ্রমিক নিপীড়ন বন্ধ না হলে ‘অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র’ গঠনের প্রতিশ্রুতি কেবল প্রতারণা হিসেবেই গণ্য হবে।

ঐতিহাসিক হে মার্কেটের আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, সেই আন্দোলনের ফলস্বরূপ অর্জিত ৮ ঘণ্টা কাজের অধিকার আজ নানা কৌশলে লঙ্ঘিত হচ্ছে। শ্রমিকদের উপর চাপ সৃষ্টি করে অগ্রহণযোগ্য কর্মপরিবেশ চাপিয়ে দেওয়া হচ্ছে। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের ৮৫ শতাংশ শ্রমজীবী মানুষ এখনও শ্রম আইনের সুরক্ষার বাইরে রয়েছেন। শ্রম সংস্কার কমিশনের ভয়াবহ চিত্রই প্রমাণ করে, অতীতের সরকারগুলো শ্রমিক শোষণকে আরও তীব্র করেছে। এমনকি শ্রমিক প্রতিরোধের প্রতীক মে দিবসকেও ধর্মীয় বা উৎসবের আবরণে চাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন শ্রমিক নেতারা।

সমাবেশের সভাপতি আবু নাঈম খান বিপ্লব কারাবন্দী সকল শ্রমিক নেতার নিঃশর্ত মুক্তি, শ্রমিক নিপীড়ন বন্ধ এবং মে দিবসের প্রকৃত চেতনা ধারণ করে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। সমাবেশে বাসদ নেতা নিখিল দাসসহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতারাও শ্রমিকদের অধিকার আদায়ে একাত্মতা ঘোষণা করেন।

RSS
Follow by Email